ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন পেল শাকিল রিজভী স্টক

Published on:

News Source: অর্থসংবাদ.কম

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ফিক্স সার্টিফিকেশন পেয়েছে শাকিল রিজভী স্টক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিশ্বের অন্যান্য স্টক এক্সচেঞ্জের সঙ্গে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ এপিআইভিত্তিক (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) BHOMS চালুর উদ্যোগ গ্রহণ করে। এরই প্রেক্ষিতে ৩৫টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে শাকিল রিজভী স্টক লিমিটেড, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং, ঢাকা স্টক এক্সচেঞ্জ এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস (বিডি) লিমিটেড ও কুয়ান্ট ফিনটেক লিমিটেডের সঙ্গে এপিআই ইউএটি চালুর ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে।

নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম গ্রহণের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ইউএটি ইউজার এক্সেপ্টিং টেস্টিং কার্যক্রম সফলতার সঙ্গে সম্পন্ন করে। প্রতিষ্ঠানটির নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর পূর্ববর্তী ধাপ হলো- ফিক্স সার্টিফিকেশনের। ওএমএস গো লাইভে যাওয়ার জন্য ডিএসইর ম্যাচিং ইঞ্জিন ও অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের সিস্টেম কম্পাটিবিলিটি যাচাইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হলো ফিক্স সার্টিফিকেশন। শাকিল রিজভী স্টক লিমিটেড ফিক্স সার্টিফিকেশনের জন্য টেস্ট কেসের কার্যক্রম চলতি বছরের জানুয়রি মাসে সফলতার সঙ্গে সম্পন্ন করে।

আরও জানা যায়, ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় প্রতিষ্ঠানকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, ডিএসইর পরিচালক শরীফ আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. জিয়াউল করিম, শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী ও ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আওয়াল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ বলেন, আমরা সবসময় মনে করি শেয়ারবাজার যদি তার প্রাথমিক লক্ষ্যগুলো অর্জন করতে চায়, সেক্ষেত্রে ডিজিটালাইজেশনের বিকল্প কিছু নেই। এ বিষয়টি প্রথম থেকেই আমরা গুরুত্ব দিয়ে আসছি। ফিক্স সার্টিফিকেশন ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে মিলিয়ে কাজ করবে। এই বিষয় অবশ্যই অনেক বড় প্রাপ্তি।

তিনি বলেন, আমরা চাই শেয়ারবাজারে সপ্তাহের সাতদিনই ২৪ ঘণ্টা লেনদেন হবে। বর্তমানে ব্যাংকিং লেনদেনের সময়ের ওপর বাজারের লেনদেনের সময় নির্ভর করে। সেক্ষেত্রে আমাদের ব্যাংকিং কার্যক্রম শেষ হওয়ার আরও আগে লেনদেন শেষ করতে হয়। যদি আমরা শেয়ারবাজারকে আরও আধুনিক করতে পারি, তাহলে আমরা ২৪ ঘণ্টা লেনদেন করতে পারবো। এক্ষেত্রে ব্যাংকিং সময় কোনো বিষয়ে হবে না। সেই সঙ্গে শুধু দেশে নয়, দেশের বাইরে বসে লেনদেন করা যাবে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে অনলাইন ও ডিজিটালি বিও অ্যাকাউন্ট খোলা এবং দেশের বিভিন্ন জেলা, প্রান্তিক পর্যায়ে ও বিদেশে ডিজিটাল বুথ খোলার উদ্যোগ নিয়েছি। এখন পর্যন্ত বেশকিছু ডিজিটাল বুথ কার্যক্রম শুরু করেছে।

শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী বলেন, আমাদের একটি স্বপ্ন ছিল নিজস্ব ওএমএসের মধ্যে লেনদেন করা। আমরা এর দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। আমাদের সফটওয়্যারটি চায়না কিংডম থেকে নেওয়া হয়েছে। এ কাজটি করার জন্য বর্তমান কমিশন আমাদের সাহস জুগিয়েছেন ও সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ জন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

Latest Other News